Skip to main content

Posts

Showing posts from September, 2019
রোহিঙ্গারা মিয়ানমারের একটি জাতি গোষ্ঠী যারা মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী। মিয়ানমারের রাখাইন রাজ্যটি বাংলাদেশের দক্ষিন-পূর্ব জেলা বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী রাজ্য। এক সময় এই রাজ্যটি নাম ছিল রোসাঙ্গা। পরে এর নামকরণ করা হয় আরাকান। আর ১৯৮৯ সালে মিয়ানমারে নামকরণে বড় ধরণের পরিবর্তন আসে। তখন ‍ বার্মা থেকে মিয়ানমার করা হয় এবং একই সাথে আরাকান থেকে রাখাইন করা হয়। রাখাইন রাজ্যেই রোহিঙ্গারা কয়েক শত বছর ধরে বসবাস করে আসছে। রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগই মুসলমান তবে তাদের মধ্যে অল্প সংখ্যাক হিন্দুও রয়েছে। রাখাইন রাজ্যটি অষ্টাদশ শতাব্দীর শেষ দশক পর্যন্ত স্বাধীন একটি রাজ্য ছিল। কিন্তু ১৭৮৪ সালে বার্মা রাজা তৎকালীন আরাকান দখল করলে এটা বার্মার অধীনে আসে। পরে ১৮২৩ সালে ব্রিটেন মায়ানমার দখল করলে আরাকানও ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ১৯৩৮-৪২ সালে প্রথম আরাকানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। তখন বার্মার বৌদ্ধরা রোহিঙ্গাদের উপর হামলা চালায়। তখন জীবন বাঁচাতে রোহিঙ্গাদের একটি অংশ বাংলাদেশে আসে। ২য় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালের মার্চ মাসে জাপানিদের সহযোগীতায় মিয়ানমারের বৌদ্ধরা ৫,০০০ রোহি

রোহিঙ্গা সমস্যার ইতিহাস

রোহিঙ্গারা মিয়ানমারের একটি জাতি গোষ্ঠী যারা মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী। মিয়ানমারের রাখাইন রাজ্যটি বাংলাদেশের দক্ষিন-পূর্ব জেলা বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী রাজ্য। এই রাজ্যটির পূর্ব নাম ছিল আরাকান। এই রাজ্যেই রোহিঙ্গারা কয়েক শত বছর ধরে বসবাস করে আসছে। রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগই মুসলমান তবে তাদের মধ্যে অল্প সংখ্যাক হিন্দুও রয়েছে।